সেহরি খাওয়ার পর ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আহম্মেদ সানি হানিফ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রোববার ভোর ৫টার দিকে রাজধানী ঢাকার উত্তরার আজমপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, হানিফ এবার আজমপুরের নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। দক্ষিণখান থানাধীন পূর্ব মোল্লার টেকে মা-বাবা ও ভাইবোনের সঙ্গে বাস করতেন হানিফ। তিনি মা-বাবার বড় সন্তান ছিলেন। 

হানিফের বাবা আবুল বাশার বলেন, রোজা শুরু হওয়ার পর থেকে হানিফ বাসায় সেহরি খেয়ে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যেত। মসজিদে যেতে বাসা থেকে বেরিয়ে রেললাইন পার হতে হয়। আজও বাসায় সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে স্বজনরা লাশ নিয়ে গ্রামের বাড়ি ময়নমনসিংহ জেলার উদ্দেশে রওনা হন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।