- সারাদেশ
- শরীয়তপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
শরীয়তপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নিহতদের দেখতে আসা মানুষের ভিড়।
শরীয়তপুরে বৃষ্টির মধ্যে পুকুরে মাছ ধরতে নেমে বজ্রপাতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার শরীয়তপুর নড়িয়া উপজেলা ঘড়িসার ইউনিয়নে বিকেল ৫টায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের এলাহি বক্স ওঝার ছেলে সিরাজ ওঝা (৪৫) আবুল বাসার মাঝির ছেলে শাহিন মাঝি (৪০) এবং হাসেম শেখের ছেলে শাহিন শেখ (৪০)।
নিহতের স্বজনরা জানান, ঘড়িসার ইউনিয়নের সাবেক সদস্য সাজু মাঝির পুকুরে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে তারা মারা যান।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান জানান, বজ্রপাতে তিন ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি।নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।
মন্তব্য করুন