চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ২৪ চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত কোতোয়ালি ও সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন-সাতকানিয়া থানার দক্ষিণ তুলাতলী গ্রামের মৃত ধনঞ্জয় ধরের ছেলে মিঠন ধর (২৯), সন্দ্বীপ থানার গাছুয়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে মো. বাবর ওরফে বাবুল (৩৫), একই থানার কালাপানিয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. শাহেদ (২৬), একই গ্রামের মৃত নুরুল আলমের ছেলে মো. রিপন (৪০) ও লোহাগাড়া থানার আমিরাবাদ গ্রামের নুরুল আব্বাসের ছেলে মো. খোরশেদ আলম (২৯)।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির জানান, রোববার রাতে কোতোয়ালি থানার পুরান রেলওয়ে স্টেশন এলাকা থেকে মিঠন ধর ও বাবরকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, চট্টগ্রাম নগর থেকে চুরি করা মোটরসাইকেল মো. শাহেদ, মো. রিপন, মো. খোরশেদ আলম, মো. দিদার হোসেন ও মো. নজরুল ইসলাম তাহেরদের সহায়তায় সন্দ্বীপ ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করেন তারা।

তিনি আরও জানান,  মিঠন ধর ও বাবরের স্বীকারোক্তির ভিত্তিতে সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. শাহেদ ও মো.রিপনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই ২৩টি বিভিন্ন মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। এসময় দিদার ও নজরুল পালিয়ে যান। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগর ও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।