ফরিদপুরে বিনামূল্যে আট শতাধিক দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এছাড়া প্রত্যেক রোগীকে হোম সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। 

রোববার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ আয়োজনের উদ্বোধন করা হয়। এদিন দুপুরে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।  

আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোহসীণ বেগের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা পরিষদের সদস্য নান্নু বেগ।

আমেরিকা ভিত্তিক জিকো ফাউন্ডেশন, দেশীয় সংস্থা স্প্রেহা ফাউন্ডেশন ও আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে ও আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের বাস্তবায়নে এ বিনামূল্যে ছানি অপারেশন ও সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।  

অনুষ্ঠানে ডা. মোহসীন বেগ বলেন, ১৯৯৯ সাল থেকে বিনামূল্যে ছানি রোগীর অপারেশন করে আসছি আমি। এ বছর এসে জিকো ফাউন্ডেশন ও স্প্রেহা ফাউন্ডেশন নামে দুইটি সংগঠন আমাদের সঙ্গে যোগ দিয়েছে। এ অপারেশনগুলোর অর্ধেক খরচ তারা বহন করছে, বাকিটা আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতাল। 

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, চিকিৎসক কামরুল হাসান বিনামূল্যে কিডনি অপারেশন করেন, যে কারণে সরকার তাকে স্বাধীনতা পুরস্কার দিয়েছে। ডা. মোহসীন বেগও প্রতিবছর ছয় থেক সাতশ’ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করেন। যা সমাজের জন্য দৃষ্টান্ত।