- সারাদেশ
- স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। কলেজ কর্তৃপক্ষের আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা লোহার রড, লাঠি, কিরিচ নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক মাহিম উদ্দিন, জাহেদ হোসেন, মিঠু, আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশ।
একপক্ষের নেতা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরফাত হোসেন তারেক বলেন, অনুষ্ঠানে কোনো পক্ষের কাউকে বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু একপক্ষ বক্তব্য দেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দেই। তারা আমাদের দুইজন কর্মীকে তুলে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। আমরা তাদের ছাড়াতে গিয়ে হামলার শিকার হয়েছি।
অপরপক্ষের নেতা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলম ইরফান বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বানচাল করতে তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন সুমন জানান, আলতাফ ও শুভকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মারামারি হয়েছে। এতে অনুষ্ঠান বন্ধ হয়নি। তবে বিশৃঙ্খলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন