- সারাদেশ
- চট্টগ্রাম-৮ উপনির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
চট্টগ্রাম-৮ উপনির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ সোমবার। গতকাল পর্যন্ত ১৮ জন মনোনয়নপত্র নিয়েছেন। বেশিরভাগই আওয়ামী লীগ নেতা।
নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। শনিবার তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। আওয়ামী লীগের বাকি নেতারা মনোয়নপত্র জমা দেবেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ আসনের উপনির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বোয়ালখালীর মহাসচিব সেহাবউদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন। তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৫ এপ্রিল পর্যন্ত। ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২৭ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন