- সারাদেশ
- অনলাইনে ঈদের কেনাকাটা
অনলাইনে ঈদের কেনাকাটা

গুটিকয় ই–কমার্স প্ল্যাটফর্মের প্রতারণার পর সরকারের নানা উদ্যোগের পাশাপাশি গ্রাহক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ঘুরে দাঁড়াচ্ছে দেশের ই–কমার্স খাত। ঈদকে সামনে রেখে নতুন করে স্বপ্ন বুনছেন দেশের ই–কমার্স উদ্যোক্তারা
ঈদ উৎসবের একটি বড় অংশ কেনাকাটা। ঈদ উপলক্ষে শপিং মলে এ সময়ে থাকে উপচে পড়া ভিড়। তবে চাইলে ভিড় এড়িয়ে ঘরে বসেই অনলাইন শপিং করতে পারেন। খুব সহজে আপনি যেমন সময় বাঁচাতে পারবেন, তেমনি পছন্দের পণ্য ঘরে বসেই বেছে নিতে পারবেন। বর্তমানে অধিকাংশ ই–কমার্স প্ল্যাটফর্ম অল্প সময়ের মধ্যেই পণ্য ডেলিভারি নিশ্চিত করছে। কিছু কিছু ক্ষেত্রে আপনি যাচাই করে দেখেও নিতে পারবেন পণ্য সঠিক পেয়েছেন কিনা। স্বল্প সময়ের মাঝে পণ্য পাওয়া এবং ফেরত সুবিধা থাকায় অনলাইন কেনাকাটার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।
ইভ্যালি, ধামাকা, আলেশামার্ট, রিংআইডি, ইঅরেঞ্জের মতো ই–কমার্স প্ল্যাটফর্মের প্রতারণার পর সরকারের নানা উদ্যোগের পাশাপাশি গ্রাহক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ঘুরে দাঁড়াচ্ছে দেশের ই–কমার্স খাত। ঈদকে সামনে রেখে নতুন করে স্বপ্ন বুনছেন দেশের ই–কমার্স উদ্যোক্তারা। যদিও বৈশ্বিক আর্থিক মন্দা, মূল্যস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিতে ই–কমার্স প্ল্যাটফর্মেও বেচাকেনা প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। ই–কমার্স উদ্যেক্তারা জানাচ্ছেন, অনলাইন প্ল্যাটফর্মে ঈদের কেনাকাটা একটু আগেভাগেই শুরু হয়। বর্তমানে দারাজ, আজকের ডিল, প্রিয়শপ, চালডাল, রকমারির মতো ই–কমার্সের শীর্ষ প্ল্যাটফর্ম তো রয়েছেই। এখন প্রায় অধিকাংশ বড় বিপণিকেন্দ্রের রয়েছে নিজস্ব ই–কমার্স সাইট। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ফেসবুক কেন্দ্রিক বেচাকেনাও ঈর্ষণীয়। ফেসবুক পেজ থেকে ‘লাইভ’ ফিচারের মাধ্যমে নারীদের পোশাক, গহনা কিংবা কসমেটিকসের চলছে রমরমা ব্যবসা।
নির্ভরযোগ্য ই-কমার্স প্ল্যাটফর্ম
দারাজ: বাংলাদেশে বর্তমানে বিভিন্ন দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের ইন্টারনেটভিত্তিক পণ্য বিক্রি করছে দারাজ ডটকম ডটবিডি (daraz.com.bd)। প্রতিষ্ঠানটি সূত্র জানায়, ‘ঈদ ফেস্টিভ্যাল’ শীর্ষক ক্যাম্পেইন চালু করেছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। মাসব্যাপী ক্যাম্পেইনটি ২৩ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে, যেখানে থাকছে মেগা ডিল, হট ডিল, ফায়ারওয়ার্ক ভাউচার, দারাজ ক্লাব-কয়েন বুস্ট, শেইক শেইক, মিস্ট্রি বক্সসহ আকর্ষণীয় অফার। এ ছাড়াও ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা তাদের কেনা পণ্য রিভিউ করে জিতে নিতে পারবেন আকর্ষণীয় গিফট।
চালডাল: বাংলাদেশে বাসাবাড়ির জন্য বাজার-সদাই করার সাইট চালডাল ডট কম (www.chaldal.com)। এখানে পণ্য কিনলে সহজেই আপনার বাজার চলে আসবে বাসায়। চাল, ডাল, মাছ, মাংসসহ যাবতীয় প্রয়োজনীয় পণ্য পেয়ে যাবেন ঘরে বসেই। চালডালে ফলমূল, শাক-সবজি, প্রাতরাশের সামগ্রী, পানীয়, মাছ, মাংস, দুগ্ধজাত ও হিমায়িত পণ্যসহ বিভিন্ন ধরনের মুদি পণ্য পাওয়া যায়। এছাড়াও পরিষ্কারের সরঞ্জাম, বাড়ির সরঞ্জাম, সৌন্দর্য পণ্য, শিশুদের খাবার, পশুপাখির খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীও অর্ডার করতে পারবেন।
আজকের ডিল: বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেস হিসেবে ব্যাপক সাড়া পেয়েছে (ajkerdeal.com) আজকেরডিল ডটকম। এটি বাংলাদেশভিত্তিক প্রথম বাংলা ই-কমার্স সাইট। এটি বিডিজবস-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। এদের রয়েছে প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন ভোজ্যপণ্য, ইলেকট্রনিক সামগ্রী, বই, পোশাক, পারফিউম, জুতা, রান্না ঘরের দ্রব্যাদি, জুয়েলারি, খেলনা, রেস্টুরেন্ট, ভ্রমণ প্যাকেজ ও অন্যান্য আনুষঙ্গিক লাইফস্টাইল সামগ্রী। একাধিক পেমেন্ট সিস্টেম যেমন-ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, ডিবিবিএল, মাস্টার কার্ড, ভিসা কার্ড ইত্যাদির মাধ্যমে রয়েছে মূল্য পরিশোধের সুযোগ।
রকমারি: বই কেনার জনপ্রিয় অনলাইন প্রতিষ্ঠান রকমারি (www.rokomari.com)। বই ছাড়াও ইলেক্ট্রনিক্স, মনিহারি, উপহার সামগ্রী, আঁতর, টুপি, তজবি, খেজুর প্রভৃতি মিলছে সাইটটিতে।
পিকাবু: পিকাবু ইলেকট্রনিক্স পণ্যসামগ্রীর জন্যই বেশি জনপ্রিয়। যেমন মোবাইল, কম্পিউটার, ট্যাব, মোবাইল ও গেমিং-এর আনুষঙ্গিক উপকরণ, রান্নাঘরের ইলেকট্রনিক্স পণ্য ইত্যাদি। এছাড়াও তরুণদের লাইফস্টাইল-এর পণ্যও পাওয়া যায় এখানে। এদের পেমেন্ট সিস্টেমগুলো হলো ক্যাশ অন ডেলিভারি, সোয়াইপ ডেলিভারি, অনলাইন পেমেন্ট, বিকাশ ইত্যাদি।
পণ্য কেনার আগে সাবধানতা
অনলাইন কেনাকাটায় কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করা জরুরি। অনলাইনে পণ্য কেনার আগে ব্র্যান্ড সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। ব্র্যান্ড কিংবা নন-ব্র্যান্ড হোক, সংশ্নিষ্ট পণ্য সম্পর্কে ওই ই-কমার্স প্ল্যাটফর্মে ক্রেতার রিভিউ দেখে নিন। যেহেতু ঈদের আর বেশি দেরি নেই, কত দিনের মধ্যে পণ্যের ডেলিভারি পাবেন নিশ্চিত হয়ে নিন। পরিবর্তন করা বা ফিরিয়ে দেওয়ার নিয়মগুলো জেনে নিন।
আপনি যেখান থেকে পণ্য কিনতে যাচ্ছেন, খেয়াল রাখতে হবে, তা নির্ভরযোগ্য কোনো পেজ বা সাইট কিনা। প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা যাচাই করা। অগ্রিম টাকা পরিশোধ করার বদলে ক্যাশ অন ডেলিভারি (পণ্য পাওয়ার সময় মূল্য পরিশোধ) পদ্ধতি অনুসরণ করা ভালো। পণ্য পাঠানোর সুবিধা আছে কিনা, তা আগেই নিশ্চিত হয়ে নিন। স্বাভাবিকের চেয়ে খুব কম মূল্যে কোনো পণ্য অফার করলে তা এড়িয়ে চলাই ভালো। এরূপ ক্ষেত্রে বেশির ভাগই প্রতারণামূলক হয়ে থাকে।
মন্তব্য করুন