- সারাদেশ
- ধান ভাঙ্গাতে গিয়ে পিকআপের চাপায় একজন নিহত
ধান ভাঙ্গাতে গিয়ে পিকআপের চাপায় একজন নিহত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধান ভাঙ্গাতে গিয়ে পিকআপের চাপায় কানু চন্দ্র সেন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় সেনটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানু চন্দ্র সেন ওই এলাকার মৃত আশু চন্দ্র সেনের ছেলে।
স্থানীয়রা জানায়,সকালে বাইসাকেলে ধান নিয়ে বাড়ি সংলগ্ন ধান ভাঙ্গানো মেশিনে যান কানু চন্দ্র সেন। সেখানে ধানের বস্তা রেখে রাস্তার ধারে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় রংপুর থেকে ভুরুঙ্গামারী ছেড়ে আসা ফাঁকা পিকআপ গাড়িটি তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান । পরে গাড়িটি তাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। দুর্ঘটনার পর পর চালক গাড়ি রেখে পালিয়ে যান।
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান,নিহতের মরদেহ সৎকার করার জন্য পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত আবেদন করা হয়েছে। থানার অনুমতি পাওয়া গেলে লাশ সৎকার করা হবে।
ফুলবাড়ী থানার তদন্তকারী উপপরিদর্শক (দারোগা ) স্বপন মিয়া দুর্ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার জন্য দায়ী পিকআপ গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে ।
মন্তব্য করুন