সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যপদ থেকে বাদ পড়ার পরও থেমে নেই সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার চার্জশিটভুক্ত আসামি শাহজাদপুরের সাবেক মেয়র হালিমুল হক মিরু। নানা কূটকৌশলে রাজনীতিতে সরব হতে চাচ্ছেন তিনি। গতকাল রোববার শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‍্যালির নামে শোডাউন করেন তিনি।

সকাল সাড়ে ১১টায় র‍্যালি শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলএসডি খাদ্যগুদাম থেকে শুরু হয়ে দ্বারিয়াপুর-মনিরামপুর বাজার প্রদক্ষিণ শেষে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মিরুর নিজ গ্রাম নলুয়া ও বারাবিলের অধিবাসী ও সমর্থকরা অংশ নেন। র‍্যালি শেষে বক্তব্যও দেন তিনি।

এদিকে, গত বৃহস্পতিবার শাহজাদপুরের গণমাধ্যমকর্মীদের ফোনে ডেকে নলুয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সন্মেলন করেন মিরু। সাংবাদিকদের কেউ কেউ সেখানে যান। এ সময় শিমুল হত্যায় জড়িত নন বলে দাবি করেন তিনি। মিরুর এসব কৌশল নিয়ে শাহজাদপুরে নানা গুঞ্জন চলছে। কাদের আশ্বাসে মিরু হঠাৎ রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হচ্ছেন, তা নিয়ে চলছে আলোচনা।

এর আগে মিরুর দলের ক্ষমা প্রাপ্তির পত্র নিয়ে শাহজাদপুরে ধূম্রজাল সৃষ্টি করা হয়। পত্রটি মিরু ও তাঁর সমর্থকদের ফেসবুকে প্রচার করা হচ্ছে। ‘ক্ষমা প্রাপ্তি’ পত্র পাওয়ায় শাহজাদপুর থেকে মিরুর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা নেই– এমনও প্রচার করা হচ্ছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী বলেন, সাধারণ ক্ষমার বিষয়টি রাজনৈতিক। যাঁরা বিদ্রোহী প্রার্থী হন বা নির্বাচন করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন, তাঁদের অনেকেই সাধারণ ক্ষমার জন্য আবেদন করে ক্ষমা পান। হয়তো মিরুও আবেদন করেছিলেন। গত ১৭ ডিসেম্বর জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ শর্ত সাপেক্ষে সাধারণ ক্ষমা করে কেন্দ্র। এর পর মিরুকে দলের সদস্য করা হয়। কিন্তু সাংবাদিক খুনের দায়ে চার্জশিটে অভিযুক্ত এ বিষয়টি জানার পর মিরুকে আবারও বাদ দেওয়া হয়েছে।

সাংবাদিক শিমুল ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনে গিয়ে মিরুর ছোড়া শটগানের গুলি ও নাছির উদ্দিনের নিক্ষেপ করা বোমার আঘাতে গুরুতর আহত হন। পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। দু’দিন পর পুলিশের হাতে গ্রেপ্তার হন মিরু। এর পর মিরুকে দলের কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়। ওই সময় মামলার ৪ নম্বর আসামি কেএম নাছির উদ্দিনকে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকেও সাময়িক বহিষ্কার করে কেন্দ্র।