র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল আজ সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি মাসুদ রানা ওরফে গুলি মাসুদ ওরফে ফেন্সি মাসুদকে গ্রেপ্তার করেছে। তিনি একই গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড এমোনেশন ও একটি ধারাল চাকু।

র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কেএম শাইখ আকতার জানান, মাসুদ রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামে তার নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চাঞ্চল্যকর কাউসার হত্যা মামলার প্রধান আসামি। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার মাসুদকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।