- সারাদেশ
- শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা
শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা

প্রতীকী ছবি।
শ্যামনগরে চকলেটের প্রলোভন দেখিয়ে সোমবার ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিউল ইসলাম (২৫) নামে এক মুদি দোকানির বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা হয়েছে।
ভুক্তভোগী শিশুর মা জানান, ঘটনার দিন সকালে তার মেয়ে বাজারের পাশের মক্তবে পড়তে যায়। বাড়িতে ফিরে আসার পথে রবিউল তাকে চকলেট দেওয়ার প্রলোভনে নিজের দোকানের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে লম্পট রবিউল পালিয়ে যায়।
শ্যামনগর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনার শিকার শিশুর মা বাদী হয়ে মামলা করেছে। অপরাধীকে গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।
মন্তব্য করুন