- সারাদেশ
- আ’লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ৪
আ’লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ৪

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ সোমবার সকালে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে থানায় দুটি পাল্টাপাল্টি মামলা করেছে।
দুই মামলায় আসামি করা হয়েছে ৪৪ জনকে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২০-৩০ জনকে। এ ঘটনায় উভয় পক্ষের আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন– যদুবয়রা ইউনিয়নের সজল, ওবাইদুল বিশ্বাস, বিপ্লব ও আলামিন ওরফে আমিন।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে যদুবয়রা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তৌহিদুল ইসলামের সঙ্গে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ আলী ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকাশ রেজার বিরোধ চলছিল। গত শনিবার দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। সন্ধ্যায় সবুজ ও রেজার কার্যালয়ে হামলা চালায় প্রতিপক্ষ। এর জের ধরেই রোববারের উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলামের চাচা আইয়ুব আলী বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে হামলা ও ভাঙচুর মামলা করেন। একই সময়ে ছাত্রলীগ নেতা আকাশ রেজা বাদী হয়ে তাঁর সমর্থকদের ওপর হামলার অভিযোগে থানায় ২১ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওসি মোহসীন হোসাইন জানান, আওয়ামী লীগের দু’পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন