সিলেট নগরীর একটি ভবন থেকে সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের মূলহোতা রুমেন হোসেনকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে নগরীর শামীমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রুমেন হোসেন সুনামগঞ্জের ছাতক উপজেলার কুমারকান্দি গ্রামের আফরোজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি নগরীর শামীমাবাদ এলাকার ৩ নম্বর রোডে থাকেন।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯-এর সিনিয়র এএসপি (গণমাধ্যম) আফসান আল আলম। তিনি জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রুমেন টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির মোবাইল কল, ডাটা (সিডিআর) এবং জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিভিন্ন জনের কাছে বিক্রি করতেন। এ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন বলে তিনি স্বীকার করেছেন।

তিনি জানান, রুমেন হোসেন সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের মূল হোতা। রোববার রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাইবার অপরাধের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি কম্পিউটার সিপিইউ, একটি কি বোর্ড, একটি মাউস, একটি কম্পিউটার মনিটর, তিনটি স্মার্ট ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

আফসান আল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ সমকালকে বলেন, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।