- সারাদেশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় হলগুলোয় আলাদা প্রার্থনা কক্ষ চান হিন্দু শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয় হলগুলোয় আলাদা প্রার্থনা কক্ষ চান হিন্দু শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিভিন্ন দাবিতে ‘সনাতন শিক্ষার্থী’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি- সমকাল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলগুলোয় পৃথক প্রার্থনা কক্ষ রাখার দাবি জানিয়েছেন হিন্দু শিক্ষার্থীরা। পাশাপাশি হলের ডাইনিং-ক্যান্টিনে নিরাপদ খাবারেরও দাবি জানিয়েছেন তাঁরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিভিন্ন দাবিতে ‘সনাতন শিক্ষার্থী’ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে তাঁরা এসব দাবি জানান।
তাঁদের অন্য দাবি দাবিগুলো হলো– রমজানে হলের ডাইনিং-ক্যান্টিনে হিন্দু ও অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা রাখা, তাঁদের জন্য হলগুলোতে আলাদা প্রার্থনা কক্ষ বরাদ্দ, হিন্দু শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র আবাসিক হল নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দিরের জন্য পুরোহিত নিয়োগ, সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধে পদক্ষেপ গ্রহণ করা।
রাবির ফার্সি বিভাগের ছাত্র দীপু চন্দ্র রায়ের সঞ্চালনায় কর্মসূচিতে শতাধিক হিন্দু শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থী সোমা রায় বলেন, হলগুলোতে আমাদের জন্য আলাদা কোনো প্রার্থনালয় নেই। প্রতিটি হলে যদি একটা করে আলাদা উপাসনালয় থাকত, তাহলে ভালো হতো। ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী শ্রীমন ধর বলেন, আমরা অসাম্প্রদায়িক চিন্তা লালন করি। কিন্তু চাই প্রতিটি হলে অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রার্থনা কক্ষ থাকুক।
মন্তব্য করুন