গাজীপুরের পুবাইলের জাকিয়া আক্তার রুমা (৩০) ও তাঁর ছয় বছর বয়সী ছেলে নাঈমুল হকের অন্তর্ধানের ১৮ দিনেও রহস্য উদ্ঘাটন হয়নি। রুমার স্বামী নাজমুল হক তাঁদের অপহরণের অভিযোগ করেছেন। এ ঘটনায় তাঁর করা মামলায় বড় ভাই আজমুল হক, ভাবি তানিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁরা এ বিষয়ে কোনো তথ্য না দেওয়ায় রহস্যের জট খুলছে না।

নাজমুল (৩৮) পেশায় বীমা কর্মী। তাঁর ভাষ্য, পুবাইল কামারগাঁও এলাকায় বাবার ভিটায় স্ত্রী রুমা ও ছেলে নাঈমুলকে নিয়ে থাকেন তিনি। ৯ মার্চ স্থানীয় মুক্তধারা বিদ্যানিকেতন থেকে নাঈমুলকে নিয়ে বাসায় ফেরার পথে অপহরণের শিকার হন রুমা। এরপর থেকে তাঁদের খোঁজ পাচ্ছেন না।

বাবার ভিটায় স্ত্রী তানিয়াকে (৩৫) নিয়ে থাকেন তাঁর বড় ভাই শিক্ষা বোর্ডে কর্মরত আজমুল হক (৪২)। নাজমুলের অভিযোগ, তানিয়া মাদক কারবারসহ অসামাজিক ও অপরাধমূলক কাজে জড়িত। অপরিচিত লোকজন তাঁর কাছে আসা-যাওয়া করে। তিনি ও রুমা প্রায়ই এর প্রতিবাদ করতেন। এ কারণেই তাঁর স্ত্রী-সন্তানকে তুলে নেওয়া হয়েছে বলে তাঁর ধারণা। ১৩ মার্চ ভাই ও ভাবিকে আসামি করে তিনি ১৩ মার্চ পুবাইল থানায় অপহরণের মামলাও করেন।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ভাইয়ের সঙ্গে নাজমুলের জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে মামলাও আছে। সিসিটিভির ফুটেজে ছেলেকে নিয়ে রুমার বাসায় ফেরার দৃশ্য দেখা যায়। এর পর থেকে তাঁদের খোঁজ নেই। বাসা থেকে বের হওয়ার কোনো দৃশ্যও দেখা যায়নি। তবে বাসার অন্য দিকে আরেকটি রাস্তা রয়েছে, সেখানকার কোনো দৃশ্য নেই। 

তিনি বলেন, আজমুল ও তাঁর স্ত্রীকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সিসি ক্যামেরায় অন্য এক ব্যক্তিকে ওই বাসায় ঢুকতে দেখা যায়। পরে হাকিম আলী নামে ওই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি বলেন, গ্রেপ্তার তিনজনের কেউই অপহরণের দায় স্বীকার করেনি। অভিযুক্তদের মাদকের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখছেন।