প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঢাকা থেকে অপহৃত এক কলেজছাত্রীকে কক্সবাজার শহরের কলাতলী থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী আরাফাত হোসেন রুবাই নামের এক যুবককে।

আজ সোমবার র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার আরাফাত হোসেন রুবাইয়ের (২২) বাড়ি গাজীপুরের টঙ্গীতে।

র‌্যাব জানায়, ২১ মার্চ রাজধানীর মিরপুর-১২ থেকে অপহৃত হয় বিএন কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করা এক ছাত্রী। এ ঘটনায় পরের দিন অপহরণের শিকার ওই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। 

মামলার এজাহারে বলা হয়, রুবাই নামের এক যুবক মোবাইল ফোনের নম্বর সংগ্রহ করে ভুক্তভোগী ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। বিষয়টি রুবাইয়ের পরিবারকে জানালে তিনি ক্ষিপ্ত হন। এর জেরে ২১ মার্চ দুপুরে ওই ছাত্রীকে অপরহণ করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোমবার দুপুরে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করে র‌্যাব। একই সঙ্গে রুবাইকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপহরণের কথা স্বীকার করেন। কলেজছাত্রী ও অপহরণকারী দুজনকেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।