রাজবাড়ী সুহৃদ সমাবেশের উদ্যোগে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে মাসিক পাঠচক্র। এবার বসেছিল এর ১৩তম আসর। জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত পাঠচক্রের এবারের বিষয় নির্ধারণ করা হয় ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ গ্রন্থটি।

লেখক মোনায়েম সরকারের লেখা গ্রন্থটি নিয়ে অনুষ্ঠিত পাঠচক্রে সুহৃদদের সঙ্গে যুক্ত হন অতিথিা। বাঙালিশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে পাঠ করেন সুহৃদ অন্তরা ইসলাম এবং আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা নিবন্ধ পাঠ করেন সুহৃদ রবিউল আওয়াল। নিবন্ধ পাঠের ওপর আলোচনায় অংশ নেন মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি কবি সালাম তাসির, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা মুহাম্মদ সাইফুল্লাহ, জেলা কালচারাল অফিসার ও রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহসভাপতি পার্থ প্রতীম দাশ, কবি খোকন মাহমুদ, কবি নেহাল আহমেদ প্রমুখ।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছোটকাল থেকেই প্রতিবাদী ছিলেন। তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন বহুবার। তিনি বাঙালির অবিসংবাদিত নেতা। দল-মত নির্বিশেষে তিনি সবার ঊর্ধ্বে। সবারই উচিত বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করা। বঙ্গবন্ধু স্কুলজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। গোপালগঞ্জ মিশন স্কুলে ছাত্রাবস্থায় ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের কারণে তিনি কারাবরণ করেন। এরপর জীবনের বেশির ভাগ সময় কেটেছে তাঁর কারা প্রকোষ্ঠে। শেখ মুজিব মানেই বাঙালির আদর্শ। শেখ মুজিব মানেই তো বাংলাদেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ।

আলোচনা শেষে কবিতা আবৃত্তি করেন রশীদ আল কামাল, কবি শাহেদ মুশতার, গোলাম মোর্তজা সাগর, বাবলু মওলা, কৃষ্ণ অধিকারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব হাসু। সঞ্চালনা করেন সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুহৃদ ফারুক আহমেদ, রোকসানা রহমান প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক সুহৃদ সমাবেশ, রাজবাড়ী

বিষয় : পাঠচক্র রাজবাড়ী সুহৃদ সমাবেশ

মন্তব্য করুন