নেত্রকোনার কলমাকান্দায় ইটভর্তি একটি লরি উল্টে খাদে পড়ে শাহ আলম (৩০) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন লরি চালক রতন মিয়া (৩০) । মঙ্গলবার সকালে উপজেলার বিশরপাশা ঘিলাচৌকা সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে আইনি প্রক্রিয়া শেষে শাহ আলমের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ ।

নিহত শাহ আলম উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত-বাবুল মিয়ার ছেলে ও আহত রতন চিনাহালা গ্রামের আবুল কাসেমের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, কলমাকান্দা সদর ইউনিয়নের কালিহালা এলাকার একটি ইটভাটা থেকে লরিটি ইট নিয়ে বিশরপাশার ঘিলাচৌকা এলাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে ঘিলাচৌকা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে একটি ব্রীজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে লরিটি উল্টে খাদে পড়ে যায়। এসময় লরিতে থাকা হেলপার শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালক রতন মিয়া। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে হাজির হয়ে শাহ আলমকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত রতন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কলমাকান্দার বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোফাজ্জল হোসেন সমকালকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত রতনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুপুরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে শাহ আলমের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।