দ্বিপক্ষীয় সিরিজের শেষ ম্যাচে আজ সিশেলসের মুখোমুখি বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছে বিকেল পৌনে ৪টায়। আজকের ম্যাচে লাল-সবুজদের একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও স্ট্রাইকার আমিনুর রহমান সজীবের একাদশে জায়গা হয়নি। শুরুর একাদশে এই এলিটা কিংসলেও। জামালের পরিবর্তে আজ অধিনায়কত্ব করবেন ডিফেন্ডার তপু বর্মণ।

দলে সুযোগ পেয়েছেন রবিউল হাসান ও সুমন রেজা। হঠাৎ জামালের বাদ পড়া নিয়ে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, 'জামাল এমনিতে বাদ পড়েছে। অন্য কোনও সমস্যা নেই।'

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, তপু বর্মণ, রিমন হোসেন, কাজী তারিক রায়হান, সোহেল রানা, রবিউল হাসান, রাকিব হোসেন, মজিবর রহমান জনি, সাদ উদ্দিন, মোহাম্মদ সোহেল রানা ও সুমন রেজা।