- সারাদেশ
- কুমিল্লায় পাচারের সময় গ্যাস সিলিন্ডারসহ গ্রেপ্তার ২
কুমিল্লায় পাচারের সময় গ্যাস সিলিন্ডারসহ গ্রেপ্তার ২
-Pic,-dt-samakal-6422e75da86f2.jpg)
গ্রেপ্তার পাচার চক্রের দুই সদস্য। ছবি: সমকাল
কুমিল্লায় পাচারের সময় ২৭টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। এসময় পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলার বুড়িচং উপজেলার মহিষমারা গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মো. রইছ (৪০) ও আদর্শ সদর উপজেলার আমতলী গ্রামের মৃত মো. মোসলেমের ছেলে মো. ফয়সাল (২০)।
জেলা ডিবির ওসি রাজেশ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, জেলা ডিবি পুলিশ উপজেলার শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনহীন ৩টি ডেলিভারি ভ্যান ও ২৭টি গ্যাস সিলিন্ডার জব্দ করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন