নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধর্ষণ মামলার পলাতক আসামি ফয়সাল আহমেদকে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ মঙ্গলবার ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দ্রদী বাজার এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের সহকারী পরিচালক (এএসপি) রিজওয়ান সাঈদ জিকু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার ফয়সাল উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দি গ্রামের আফছার মিয়ার ছেলে। 

র‌্যাবের সহকারী পরিচালক জানান, গত ২২ মার্চ এক তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পলাতক আসামি ফয়সালকে গ্রেপ্তার করে র‌্যাব। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করেছে। আইনি কার্যক্রম শেষে তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।