- সারাদেশ
- ওবায়দুল কাদেরের পিএ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবক
ওবায়দুল কাদেরের পিএ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার যুবক

প্রতীকী ছবি
বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। কিন্তু করোনা মহামারির সময় তার চাকরি চলে যায়। গত দুই বছর ধরে ছিলেন বেকার। তবে তিন মাস আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পিএ পরিচয়ে ভুয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডি খোলেন শাকিব নামের ওই যুবক।
চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে আদায় করেন মোটা অঙ্কের টাকা। তবে শেষ রক্ষা হলো না। গত সোমবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানার রহমান নগর আবাসিক এলাকা থেকে প্রতারণার অভিযোগে শাকিবকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
জানা যায়, ‘চট্টগ্রামের চাকরি-বাকরি’ নামে ফেসবুকে একটি গ্রুপ খুলে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিতেন শাকিব। চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিতেন টাকা।
গ্রেপ্তার শাকিবের বাড়ি বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাক পাড়া এলাকায়। তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা হয়েছে।
অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এডিসি জানান, কয়েকদিন আগে এক যুবক ‘চট্টগ্রামের চাকরি-বাকরি’ ফেসবুক গ্রুপ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি পান। চাকরির আশায় ওই গ্রুপের মেসেঞ্জারে নক করেন ভুক্তভোগী যুবক। এ সময় প্রতারক পঞ্চঞ্চা শাকিব নিজেকে সড়ক ও সেতুমন্ত্রীর পিএ পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নিশ্চয়তা দেন। এ জন্য এক লাখ ৬০ হাজার টাকা দাবি করেন তিনি। শেষ পর্যন্ত ওই যুবক এক লাখ ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠান। বাকি ৪০ হাজার টাকা চাকরির পর পরিশোধের কথা ছিল। টাকা লেনদেনের পর ভুক্তভোগী যুবকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন শাকিব। ভুক্তভোগী যুবক মন্ত্রীর প্রকৃত পিএ’র সঙ্গে যোগাযোগ করলে প্রতারকের খপ্পরে পড়ার বিষয়টি বুঝতে পারেন। তখন মন্ত্রীর পিএ ঢাকায় সিআইডির সাইবার ক্রাইম ইউনিটে একটি অভিযোগ দেন। একই সঙ্গে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগে ভুক্তভোগী যুবকও অভিযোগ দেন। অভিযোগের পর প্রতারক শাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ফোনে চাকরি দেওয়ার নামে প্রতারণার বিভিন্ন তথ্যও পাওয়া যায়।
মন্তব্য করুন