- সারাদেশ
- স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান আজ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
নীলা আক্তার সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বাদী ও নাজিমউদ্দিনের ভাই জাহাঙ্গীর হোসেন জানান, পরকীয়া প্রেমের সর্ম্পক নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী নাজিমউদ্দিন দেওয়ানের সঙ্গে স্ত্রী নীলা বেগমের দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে ২০১৫ সালের ২০ জুন রাতে তাদের ঝগড়া হয়। এরপর স্বামী দোতলা ঘরের দ্বিতীয় তলায় গিয়ে ঘুমিয়ে পড়েন। রাতেই নীলা সেখানে গিয়ে তার জাতীয় বস্তু দিয়ে নাজিমউদ্দিনকে শ্বাসরোধে হত্যা করেন।
এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে নীলাকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, গ্রেপ্তারের পর আদালতে হাজির করলে আসামি নীলা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের পেশকার সাইদুর রহমান।
মন্তব্য করুন