- সারাদেশ
- সাড়ে পাঁচশ কেজি ভেজাল মধুসহ গ্রেপ্তার ২
সাড়ে পাঁচশ কেজি ভেজাল মধুসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার বিজয় মণ্ডল ও বিমল মণ্ডল। ছবি: সমকাল
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভেজাল মধু তৈরির সময় বিজয় মণ্ডল (৫৭) ও বিমল মণ্ডল (৫৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন মরাগাং গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১১টি ড্রামে সাড়ে ৫শ কেজি ভেজাল মধুসহ মধু তৈরির উপকরণ জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা উপজেলার মরাগাং গ্রামের মৃত যতীন মণ্ডলের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, ভেজাল মধু তৈরির খবর পেয়ে পুলিশ মরাগাং এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যায়। তবে মূলহোতাদের আটক করা হয়েছে। ভেজাল মধু তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন