- সারাদেশ
- হাজারীবাগে ৫ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার
হাজারীবাগে ৫ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সরকারি ভূমি উদ্ধার করে জেলা প্রশাসন
রাজধানীর পুরান ঢাকার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।
সম্প্রতি ঢাকা জেলার লালবাগ রাজস্ব সার্কেলাধীন হাজারীবাগ মৌজার ঢাকা জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে ৩৭নং নবাবগঞ্জ, লালবাগে অবস্থিত সম্পত্তির ওপর অবস্থিত মার্কেট এবং বাড়ি অবৈধ দখলদার থেকে উদ্ধার করা হয়।
ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রহমান জানান, সরকারি সম্পত্তি উদ্ধারের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময়- ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কে এম লেনিন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন