- সারাদেশ
- আফগানিস্তানে নারী শিক্ষা অধিকারকর্মী গ্রেপ্তার
আফগানিস্তানে নারী শিক্ষা অধিকারকর্মী গ্রেপ্তার

আফগানিস্তানের এক নারী শিক্ষা অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান। একই সঙ্গে কিশোরী ও নারীদের শ্রেণিকক্ষে না আসতে বলা হয়েছে।
ওই
নারী শিক্ষা অধিকারকর্মীর নাম মাতুল্লাহ ওসা। ৩০ বছর বয়সী ওসা
আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে নারীদের শিক্ষার ব্যাপারে সচেতন
করতেন। কিন্তু এ কাজ করতে গিয়ে তিনি তালেবানের বাধার শিকার হন। তবে তাঁকে
তালেবানের হেফাজতে নেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
খবর- বিবিসি
এ পর্যন্ত নারী শিক্ষার জন্য প্রচারণা চালাচ্ছেন এমন
বেশ কয়েকজন কর্মীকে আটক করার মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২১ সালে
তালেবান নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকেই ওসা নারী শিক্ষার
জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। তিনি টুইটারে সোমবার শেষবারের মতো টুইট
করেন। এর পরের দিনই তাঁকে গ্রেপ্তার করা হয়।
টুইটে তিনি নারী স্বেচ্ছাসেবীদের একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি জানতে চেয়েছেন, ইসলাম কী নারী শিক্ষার অধিকার দেয়নি?
মন্তব্য করুন