- সারাদেশ
- জার্মান পিস্তলসহ আটক ২
জার্মান পিস্তলসহ আটক ২

প্রতীকী ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি পিস্তলসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কবিরমামুদ এলাকার শাহিন আলমের ছেলে সজিব এবং একই উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাকাজী গ্রামের বিল্টু সেখের ছেলে আল আমিন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে জব্দ করা পিস্তলটি জার্মানি থেকে আনা। পিকেকে ৭ দশমিক ৬৫ নামের পিস্তলটি লালমনিরহাটে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পিস্তলসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য করুন