- সারাদেশ
- শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় রফিক আকন (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মহিপুর থানায় এমামলা দায়ের করেছেন। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, বুধবার বিকেলে মেয়েকে বাড়িতে রেখে কাজে যান। ওইদিন সে প্রতিবেশী চাচাতো ভাই রফিক আকনের বাড়িতে যায়। পরে রফিক তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রফিক পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আজ (বুধবার) তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন