বগুড়ার শেরপুরে উপজেলা ছাত্রলীগের পকেট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্বপাশে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

সোহেল রানার সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কুসুম্বী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলনুর রহমান মিলন, সুঘাটের ছাত্রলীগ নেতা শরীফ আহম্মেদ, ভবানীপুরের আব্দুর রশিদ সরকার, গাড়ীদহের সজিবুর রহমান জেমস, খানপুরের মামুনুর রশিদ, ছাত্রলীগ নেতা রেজানুল হক, মাসুদ রানা, বায়েজীদ হোসেন, জাহিদ হাসান, শাহরিয়ার আহম্মেদ, রুবেল আহম্মেদ, শামিম হোসেন, জনি মিয়া প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বঙ্গবন্ধুকে কটূক্তিকারী গালিব সরকারকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও হত্যা মামলার আসামি হুমায়ুন কবির ড্যানিকে সাধারণ সম্পাদক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে পকেট কমিটি বাতিলের দাবি জানিয়ে ছাত্রলীগের নেতারা বলেন, সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে ছাত্রলীগে নেতা নির্বাচন করা হয়ে থাকে। কিন্তু এ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। এমনকি সম্মেলনের পরিবর্তে কর্মীসভা ডেকে নিজেদের পছন্দের ব্যক্তিদের দিয়ে কমিটি করেছেন জেলা ছাত্রলীগের নেতারা। কমিটির বর্তমান নেতাদের ছাত্রত্ব নেই। বিশেষ করে সাধারণ সম্পাদক অনেক আগেই পড়াশোনা শেষ করেছেন। তার বয়স ৩৫ বছর বয়স। 

উপজেলা ছাত্রলীগকে ধ্বংস করতে বিএনপি-জামাত পরিবারের সদস্যদের দিয়ে কমিটি করা হয়েছে দাবি করে নেতারা আরও বলেন, ‘বিতর্কিত ওই কমিটি মানি না। আমরা মানব না। এই অবৈধ কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’