- সারাদেশ
- দাগনভূঞায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
দাগনভূঞায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞা উপজেলায় সৌদি আরব প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন বাবুল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চট্টগ্রামের সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবুল উপজেলার বারিকান্দি গ্রামের তমিজ উদ্দিন মুহুরী বাড়ীর মাহমুদুল হকের ছেলে।
দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) আরিফ উল্ল্যা সমকালকে জানান, গত ২৪ মার্চ সকালে বারিকান্দি গ্রামের বাবুল এক সৌদি প্রবাসীর স্ত্রী ও তার দুই মেয়েকে অপহরণ করে চট্টগ্রাম নিয়ে যান। কৌশলে বিয়ের কাগজপত্র তৈরি করে চট্টগ্রামের সবুজবাগ আবাসিক এলাকার এক বাসায় আটকে রেখে ধর্ষণ করেন। ভুক্তভোগী ওই নারী বিষয়টি তার স্বামীকে জানান। পরে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে বাবুলের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তিনি বলেন, মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে চট্টগ্রামের সবুজবাগ এলাকা থেকে ভুক্তভোগী নারীসহ তার দুই মেয়েকে উদ্ধার এবং আসামি বাবুলকে গ্রেপ্তার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, গ্রেপ্তার বাবুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন