- সারাদেশ
- যুবকের কবজি কেটে নেওয়ার ঘটনায় আটক ১
যুবকের কবজি কেটে নেওয়ার ঘটনায় আটক ১

শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে রুবেল হোসেন নামের যুবকের কবজি কেটে নেওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কয়লাবাড়ী মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এর আগে আহত রুবেলের ছোট ভাই আবদুর রাকিব বাদী হয়ে আটক মোশাররফসহ ১০ জনের নামে থানায় মামলা করেন। মোশাররফ শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি আহত রুবেলের সঙ্গে পালিয়ে আসা নারীর বেয়াই। মামলার অন্য আসামিদের মধ্যে ওই নারীর বাবা, সাবেক স্বামীও রয়েছেন।
মামলা থেকে জানা যায়, রুবেল এক নারীকে পালিয়ে বিয়ে করেন। কয়েক দিন আগে ওই নারীকে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই নারীর বাবা ও ভাইয়েরা মিলে রুবেলকে দড়ি দিয়ে বেঁধে হাতের কবজি কেটে দেয়।
মামলার বাদী আবদুর রাকিব জানান, রুবেলের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের হোসেন বলেন, রাতেই এজাহারভুক্ত আসামি মোশাররফকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন