ফরিদপুরে জেলা ও সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের আলীপুর মহল্লায় অবস্থিত গোলপুকুর ড্রিম এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আলীপুর গোরস্তান মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপির ১০ দফা দাবিসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করে জেলা ও সদর উপজেলা শাখা ছাত্রদল।

বিক্ষোভ মিছিল শেষে আলীপুর গোরস্তান মসজিদের সামনে ট্রাফিক পুলিশের আইল্যান্ডের পাশে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি এস এম কৌশিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা  ছাত্রদলের আহ্বায়ক নাদিম মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজানো মামলায় রায় দিয়ে রাজনীতি থেকে সরিয়ে রাখা হয়েছে। দেশে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে।

তাঁরা বলেন, এক-এগারোর সময় অবৈধ সরকারবিরোধী আন্দোলনে পুলিশ যে হয়রানিমূলক মামলা করেছিল, সেই মামলায় ছাত্রদল নেতা আব্দুল আল মামুনকে কারাদণ্ড দিয়ে কারারুদ্ধ করা হয়েছে। এ সরকারের পরিবর্তন ছাড়া জনগণেরে মুক্তি নেই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পারভেজ, অর্থ বিষয়কসম্পাদক নাজমুল, সহদপ্তর সম্পাদক বাইজিদ প্রমুখ।