যশোরের ঝিকরগাছায় স্কুলছাত্রী অনি রায়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দুইজনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার ঝিকরগাছা থানায় মামলাটি দায়ের করেন অনি রায়ের মা কণিকা রায়।

মামলার দুই আসামির মধ্যে মেহেদি হাসান তামিমকে শহরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে স্থানীয় বিএম হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী। মামলার অপর আসামি আকিব উদ্দিন শাকিব পলাতক রয়েছে। সেও একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত সমকালকে বলেন, পলাতক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত সোমবার কোচিং থেকে বাড়ি ফেরার পথে চার বখাটে উত্ত্যক্ত করে ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী অনি রায়কে। এরপর অনি রায় বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ওই স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর অনি রায়ের মরদেহ নিয়ে এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে অনি রায়ের আত্মহত্যায় প্ররোচিত করা বখাটেদের আটক ও বিচার দাবি করা হয়।