- সারাদেশ
- ১২ লাখ টাকা লুটের মামলায় ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার
১২ লাখ টাকা লুটের মামলায় ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার ডাকাত দলের পাঁচ সদস্য - সমকাল
ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাংকে যাওয়ার পথে দোকান কর্মচারীকে ছুরিকাঘাত করে ১২ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দু’জন বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক রয়েছেন আরও তিন ডাকাত।
গ্রেপ্তার পাঁচজন হলেন- মো. ইলিয়াছ, রফিকুল ইসলাম, মো. ফাহিম, রিপন মিয়া ও আরাফাত হোসেন আকাশ। তারা হালুয়াঘাটের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। তিনি জানান, উপজেলার নাগলা বাজারের মনিহারি ব্যবসায়ী মোস্তফা কামালের দোকানে কাজ করেন চাচাতো ভাই মিজবাহুল ইসলাম। গত ২৭ মার্চ দুপুরে ধারা বাজারের রূপালী ব্যাংকে ১২ লাখ টাকা জমা দিতে পাঠানো হয় তাকে। টাকাভর্তি ব্যাগ নিয়ে মাহিন্দ্রাযোগে মিজবাহুল ধারা বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলে করে পিছু নেয় ডাকাত দলের সদস্যরা। এক পর্যায়ে মিজবাহুলকে ছুরিকাঘাত করে ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় মঙ্গলবার থানায় মামলা করেন ব্যবসায়ী মোস্তফা কামাল।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ডাকাতিতে আটজন অংশ নেয়। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন