জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট সদরের তেঘর ও পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতদের একজন হলেন- জয়পুরহাট পৌরশহরের চিত্রাপাড়া মহল্লার বাসিন্দা দুর্গা রানী। তবে অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দিকে জয়পুরহাট সদরের তেঘর এলাকায় দুর্গা রানী নামে এক নারী রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় একই ট্রেনের ধাক্কায় তিনিও মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।