- সারাদেশ
- শ্যালিকাকে ধর্ষণ মামলায় গ্রাম পুলিশ গ্রেপ্তার
শ্যালিকাকে ধর্ষণ মামলায় গ্রাম পুলিশ গ্রেপ্তার

প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শ্যালিকাকে ধর্ষণ মামলায় গ্রাম পুলিশ আব্দুল জলিল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার প্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল জলিল মোল্লা আলমডাঙ্গা উপজেলার প্রাকপুর গ্রামের মৃত সামসুদ্দিন মোল্লার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারীর দ্বিতীয় বোনের স্বামী আব্দুল জলিল মোল্লা প্রায়ই তাকে মোবাইল ফোনে ও বাড়িতে এসে কু-প্রস্তাব দিত। বুধবার দুপুরে ওই নারী বাড়িতে একা থাকায় কৌশলে আব্দুল জলিল মোল্লা বাড়ির সামনে এসে তার নাম ধরে ডাকলে ভুক্তভোগী গেট খুলে দেন। এরপর আব্দুল জলিল তাকে আবারও কুপ্রস্তাব দেন। এতে ভুক্তভোগী রাজী না হওয়ায় তাকে হত্যার ভয় দেখিয়ে জলিল ধর্ষণ করে চলে যান। বিষয়টি কাউকে না বলার জন্য ওই নারীকে হুমকিও দেওয়া হয়। ঘটনার পর ওই নারী অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে এদিন রাতেই আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার গ্রাম পুলিশকে বিকালে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। অভিযুক্তের জবানবন্দি রেকর্ড করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন