- সারাদেশ
- বাবা-মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
বাবা-মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আতিকুর রহমান রাহেল ছবি: সংগৃহীত, সিলেট ব্যুরো
সিলেটের গোলাপগঞ্জে বাবা ও মাকে হত্যার দায়ে আতিকুর রহমান রাহেল (৩৬) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেটের দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আতিকুর রহমান রাহেল গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের আবদুল করিম খান ওরফে ঠাকুর মনার ছেলে। রাহেল ২০২০ সালের ২৭ মার্চ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার বাবা আবদুল করিম খান (৬০) ও মা মিনারা বেগমকে (৪৫) কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন। বৃহস্পতিবার রায় ঘোষণাকালে রাহেল আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পাবলিক প্রসিকিউটর (পিপি) নিজাম উদ্দিন।
পিপি নিজাম উদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর নিহত দম্পতির অপর ছেলে দেলোয়ার হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা করেন। পরদিনই পুলিশ অভিযুক্ত রাহেলকে আটক করে।
পিপি নিজাম উদ্দিন মামলার উদ্ধৃতি দিয়ে জানান, ঘটনার দিন সকালে আবদুল করিম খানের ছেলে আতিকুর রহমান রাহেল বাড়ির সামনের গাছ কাটতে গেলে তার বাবামা বাধা দেন। বাগবিতন্ডার এক পর্যায়ে রাহেল উত্তেজিত হয়ে হাতে থাকা কোদাল ও দা দিয়ে তার বাবা-মাকে কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলে বাবা ও কয়েকদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মা মারা যান ।
আদালত সূত্রে জানা গেছে, মামলার পর তদন্ত কর্মকর্তা রাহেলকে একমাত্র আসামি করে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। গত বছরের ২০ জুন বিচার প্রক্রিয়া শুরু হয়। ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় দিয়েছেন।
এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ ইকবাল হোসেন।
মন্তব্য করুন