দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নালিশি মামলা করেছেন সিআরবির জোড়া খুনের মামলার চার্জশিটভুক্ত আসামি সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। বুধবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলার আবেদন করেন। 

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, হেলাল আকবর চৌধুরী বাবর মানহানির অভিযোগে দৈনিক যুগান্তরের সাংবাদিক মাহবুব আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন। আদালত বাদীপক্ষের শুনানি শেষে মামলার আবেদন গ্রহণ করে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ইউনিটকে নির্দেশ দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে পিপি বলেন, বাবরের বিরুদ্ধে সিআরবির জোড়া খুনের মামলা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা ও জিডি রয়েছে বলে শুনেছি।

আবেদনে বাবর অভিযোগ করেন, দৈনিক যুগান্তরে গত ১৩ মার্চ দুবাই ফেরত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বাবর বাহিনীর দাপট- ‘শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামে অসৎ কর্মকর্তাদের যোগসাজশে টেন্ডার, ইজারা ও দখল বাণিজ্য নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে হেলাল আকবর চৌধুরীর বিরুদ্ধে নানা অপর্কমের অভিযোগ উঠে আসে। এই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন তিনি। 

মামলার আরজিতে বির্তকিত যুবলীগ নেতা বাবর উল্লেখ করেন, সংবাদটি ১৩ মার্চ প্রকাশিত হওয়ার পর ১৪ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবেদনটি শেয়ার করেন সাংবাদিক মাহবুব আলম। প্রতিবেদনটিতে বাবরকে দখলবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গডফাদার হিসেবে উল্লেখ করা হয়। উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ সংবাদটি প্রকাশ করায় বাদীর মানহানি হয়েছে, যা ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।