ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রতিষ্ঠানের দুই শিক্ষিকা নাজনীন ফেরদৌস ও জিনাত আরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকার ১২ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের আইনজীবী সবুজ বাড়ৈ জানান, মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে স্থানান্তর করে বর্তমান আদালতে পাঠানো হয়েছে। এর আগে মামলাটির একটি তারিখে আসামিরা আদালতে হাজির হননি। ২৮ মার্চ মামলাটির আরেক শুনানিতেও দুই শিক্ষক আদালতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করেছেন বিচারক।

আগামী ১৮ এপ্রিল সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন দেওয়া হয়েছে বলে জানান তিনি। মামলাটিতে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য হয়েছে।

ভিকারুননিসার নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী ২০১৮ সালের ৩ ডিসেম্বর শান্তিনগরের বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এর আগের দিন পরীক্ষায় নকল করার অভিযোগে তাকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। ঘটনার দিন অরিত্রীর বাবা-মাকে ডেকে নিয়ে অপমান করার অভিযোগ ওঠে। এর পরই আত্মহত্যা করে অরিত্রী।

এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী ৪ ডিসেম্বর মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২০ মার্চ এ মামলায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।