খুলনায় বিমান বন্দর নির্মাণ প্রকল্প স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের কাছে এই স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপিতে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে বলা হয়, খুলনার খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ প্রকল্প সম্প্রতি স্থগিত হওয়ায় খুলনাবাসী হতবাক। খুলনায় বিমান বন্দর নির্মিত হোক এটি খুলনাসহ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এ দাবিতে খুলনা অঞ্চলের আপামর জনগণ উন্নয়ন কমিটির নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। হঠাৎ করে বিমান বন্দর প্রকল্প স্থগিত করা এ অঞ্চলের মানুষের জন্য দুঃখজনকও বটে। উন্নয়ন কমিটির নেতারা পিপিপির অধীনে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিল করে সরকারি অর্থায়নে বিমান বন্দরের কাজ শুরু করার জোর দাবি জানান। 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব শেখ মোহাম্মদ আলী, সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহীন জামাল পন, মো. আবুল বাসার, মামুনুরা জাকির খুকুমনি, মিনা আজিজুর রহমান, মো. মনিরুজ্জামান রহিম, শেখ হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান জিয়া, মনিরুল ইসলাম, মফিদুল ইসলাম টুটুল, রকিব উদ্দিন ফারাজী, খলিলুর রহমান, সরদার রবিউল ইসলাম, মো. হায়দার আলী, মো. মোরশেদ উদ্দিন, বিশ্বাস জাফর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, শেখ আব্দুর রশীদ প্রমুখ।