- সারাদেশ
- গাইবান্ধায় উপনির্বাচনে অনিয়মে জড়িতদের শাস্তির তাগিদ ইসির
গাইবান্ধায় উপনির্বাচনে অনিয়মে জড়িতদের শাস্তির তাগিদ ইসির

গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২০ ডিসেম্বর নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে চিঠি দেয় ইসি। জড়িত ১৩৪ জনের বিরুদ্ধে শাস্তির সুপারিশ সংবলিত ডাকযোগে পাঠানো চিঠিতে ব্যবস্থা নেওয়ার বিষয়টি ইসিতে অবহিত করতে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। ব্যবস্থা নিয়ে কমিশনকে না জানালে কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছিল। তবে ইসির বেঁধে দেওয়া সময় দুই মাস আগে পার হলেও এখনও অবহিত করা হয়নি। এর ফলে আজ বৃহস্পতিবার নতুন করে ১৫ দিনের সময় দিয়ে আবারও তাগাদা দেওয়া হয়েছে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষ অ্যাকশন নিচ্ছে– এমন ৪০টির মতো জবাব তাঁরা পেয়েছেন।
গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় পুরো আসনের এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়মের দৃশ্য দেখে মাঝপথে ঢাকা থেকে নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি। বাংলাদেশে নির্বাচন কমিশনের ইতিহাসে অনিয়মের কারণে কোনো সংসদীয় আসনের নির্বাচন বন্ধের ঘটনা এটাই প্রথম। পরে তদন্ত করে নির্বাচনে দায়িত্বে অবহেলা ও অনিয়মে সম্পৃক্ততার কারণে রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রিজাইডিং অফিসার, পুলিশের উপপরিদর্শক, নির্বাহী হাকিমসহ ১৩৪ জন ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
মন্তব্য করুন