- সারাদেশ
- ভোলার গ্যাস সরবরাহ করবে ইন্ট্রাকো
ভোলার গ্যাস সরবরাহ করবে ইন্ট্রাকো

ফাইল ছবি
দ্বীপজেলা ভোলায় পাওয়া প্রাকৃতিক গ্যাস সিএনজিতে রূপান্তর করে ঢাকার শিল্পকারখানায় সরবরাহ করা হবে। এ কাজটি করবে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। এজন্য কোম্পানির সঙ্গে সুন্দরবন গ্যাস কোম্পানির ১০ মেয়াদে চুক্তি করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, বাপেক্স কর্তৃক ভোলা এলাকার সুন্দরবন গ্যাস কোম্পানির (এসজিসিএল) উৎপাদিত গ্যাস স্থানীয়ভাবে ব্যবহারের পর সিএনজিতে রূপান্তর করে সিলিন্ডারের মাধ্যমে ঢাকার শিল্পকারখানায় সরবরাহ করা হবে। এ সরবরাহ কাজ সম্পন্ন করতে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের সঙ্গে ১০ বছর মেয়াদে চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) এবং পরবর্তী সময়ে ২০ এমএমসিএফডি গ্যাস কম্প্রেসড (সংকুচিত) করে সরবরাহ করা হবে।
কবে নাগাদ এবং কত টাকা দরে এ গ্যাস সরবরাহ করা হবে জানতে চাইলে তিনি তা বলতে পারেননি। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী মে মাস থেকেই এ গ্যাস সরবরাহ করা হতে পারে। এক্ষেত্রে প্রতি ঘনমিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ৬০ পয়সা। গত ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হওয়া গ্যাসের বর্ধিত দর অনুসারে শিল্পে প্রতি ঘনমিটারের দাম এখন ৩০ টাকা। আর সিএনজি ফিলিং স্টেশনে প্রতি ঘনমিটার গ্যাসের দাম পড়ছে ৪৩ টাকা।
এদিকে সভায় ১ হাজার ২৯৩টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন এবং তৎসংশ্লিষ্ট ইন্টারনেট অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামত, আপগ্রেডেশন, প্রতিস্থাপন, পরিচালনা এবং রেভিনিউ শেয়ারিংয়ের জন্য বেসরকারি বিনিয়োগকারী সংস্থা ‘সামিট কমিউনিকেশনস’ এর সঙ্গে সরকারি–বেসরকারি পদ্ধতিতে (পিপিপি) চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম সম্পন্ন হবে।
একই প্রকল্পের আওতায় ১ হাজার ৩০৭টি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপনে একই ধরনের কার্যক্রম সম্পন্নের জন্য ‘ফাইবার এট হোম লি.’- এর সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। এসব ক্ষেত্রে কী পরিমাণ ব্যয় হবে তা পরে ঠিক করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
মন্তব্য করুন