বায়ুদূষণ রোধে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের এসব অভিযানে বায়ুদূষণের দায়ে ৩৪৬ যানবাহন ও ২৭৩টি প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে জরিমানা আদায় হয়েছে ৬৬ লাখ ৩০ হাজার ৬০০ টাকা। এর মধ্যে যানবাহন থেকে ৮ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫৭ লাখ ৭১ হাজার টাকা আদায় করা হয়। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সংস্থাটির ঢাকা মহানগর ও জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়, গাজীপুর জেলা কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শাস্তির আওতায় আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে অবৈধ ইটভাটা, সিসা ভাট্টি, স্টিল কারখানাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশপাশে বায়ুদূষণবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।