- সারাদেশ
- ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি ৭ বছর পর গ্রেপ্তার
ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি ৭ বছর পর গ্রেপ্তার

গ্রেপ্তার রানা মিয়া - সমকাল
শেরপুরের নকলা উপজেলায় ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে গাজীপুর শ্রীপুরের তেপির বাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই আসামির নাম রানা মিয়া ওরফে অন্তর (৩৫)। তিনি ওই উপজেলার পাঠকাটা গ্রামের প্রয়াত রইছ উদ্দিনের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ১৩ মার্চ উপজেলার পশ্চিম টালকী গ্রামের এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেন রানা মিয়া। এ ঘটনায় ওই দিনই নকলা থানায় একটি ধর্ষণের মামলা হয়।
তিনি বলেন, মামলায় দোষী প্রমাণিত হলে ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামিকে দু’টি ধারার একটিতে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আরেকটি ধারায় ৩০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, মামলার পর থেকে আসামি রানা মিয়া পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার (২৯ মার্চ) রাতে গাজীপুরের শ্রীপুর থানার তেপির বাড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন