- সারাদেশ
- প্রতিপক্ষের হামলায় আহত নারীর মৃত্যু
প্রতিপক্ষের হামলায় আহত নারীর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় আহত ঝর্ণা আক্তার (৩৭) নামে এক নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি আগমারগেন্ডা গ্রামের আলম খানের স্ত্রী। গতকাল বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের আগমারকেন্ডা গ্রামের আলম খানের সঙ্গে তাঁর চাচাতো ভাই খোয়াজ খানের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষের কথাকাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে খোয়াজ খানের পক্ষের ৮-৯ জন লোক হামলা চালায়।
হামলাকারীরা আলম খানের স্ত্রী ঝর্ণা আক্তার, তাঁর ছেলে তামিম, ভাশুর পাপন, দেবরের ছেলে মাহাবুব ও সাকিবকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করেন।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে ফের হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় ঝর্ণা আক্তারকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর বুধবার বিকেলে মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের ভাই রুহুল আমীন বাদী হয়ে বুধবার ৯ জনের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। হত্যা মামলা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে।
মন্তব্য করুন