- সারাদেশ
- আঁখি হত্যার দ্রুত বিচার চায় শিশু-কিশোর সংগঠনগুলো
আঁখি হত্যার দ্রুত বিচার চায় শিশু-কিশোর সংগঠনগুলো

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়- সমকাল
শিশু আবেদা সুলতানা আইনীন আঁখি হত্যার দ্রুত বিচার ও চট্টগ্রাম নগরীতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে। এসব দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে কয়েকটি শিশু-কিশোর সংগঠন।
কর্মসূচিতে অংশ নেয় শিশু-কিশোর মেলা, ক্ষুদিরাম পাঠাগার ও সূর্য সেন পাঠাগারের সদস্যরা। তারা আবেদা, আয়াত, বর্ষাসহ সব শিশু হত্যায় দ্রুত ন্যায়বিচার চেয়েছে।
নিখোঁজের এক সপ্তাহ পর বুধবার নগরীর পাহাড়তলী এলাকার একটি ডোবা থেকে শিশু আবেদা সুলতানা আইনীন আঁখির লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে শিশুটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় রুবেল নামের এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বছরের শেষে আয়াত ও বর্ষা নামের দুই শিশু নৃশংসভাবে খুন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কোমলমতি শিশু আবেদাকে প্রলোভন দেখিয়ে অপহরণ, হত্যা ও লাশ বস্তাবন্দি করে নালায় ভাসিয়ে দেওয়ার নৃশংস ঘটনায় আমরা স্তম্ভিত। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমরা কোন সমাজে বাস করছি? ঘরে-বাইরে শিশু-নারী কোথাও একমুহূর্ত নিরাপদ নয়। নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল রাষ্ট্র ও সরকারের। অথচ শিশু ও নারী অপহরণ, ধর্ষণ, হত্যা বেড়েই চলছে।
শিশু-কিশোর মেলা চট্টগ্রামের সংগঠক পুষ্পিতা নাথের সভাপতিত্বে ও মন্দিরা বিশ্বাসের পরিচালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র চট্টগ্রাম জেলার আহ্বায়ক আসমা আক্তার, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সদস্য সচিব প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, শিশু-কিশোর মেলার সংগঠক আবদুল আল জাওয়াদ, নেভি দে, ক্ষুদিরাম পাঠাগারের আহ্বায়ক সুদীপ্ত চক্রবর্তী, অর্থ সম্পাদক বীথি দাশ, প্রচার-প্রকাশনা সম্পাদক জয় নাথ, সূর্য সেন পাঠাগারের সংগঠক আবদুল মজিদ ও তারমিন আহমেদ তিশা।
মন্তব্য করুন