- সারাদেশ
- গাজীপুরে দেয়াল ধসে শিশু নিহত, আহত ৪
গাজীপুরে দেয়াল ধসে শিশু নিহত, আহত ৪

বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে টিনশেড বাড়ির ওপর পড়ে। ছবি: সংগৃহীত
গাজীপুরের কোনাবাড়ীতে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে মুশফিক (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার রাত পৌনে একটার দিকে কোনাবাড়ী থানার জরুন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করে।
নিহত মুশফিক রাজশাহী জেলার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে তার বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় থাকত। আহতরা হলেন- রুবেল (৩৫), মুক্তা বেগম (১৫), মো. জাহিদুল ইসলাম (২৮) ও শহীদুল ইসলাম (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বৃষ্টির সময় হঠাৎ রিপন গ্রুপের নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলার ১৫ ফিট দেয়াল পাশের বাড়ির মোহাম্মদ বাচ্চু খানের টিনশেড বাড়ির ওপর ধসে পড়ে। এতে ১৮টি কক্ষের ক্ষয়ক্ষতি হয়। পরে স্থানীয়রা ধসে পড়া দেয়ালের নিচ থেকে পাঁচজনকে উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর শিশু মুশফিক মারা যায়। অবস্থার অবনতি হওয়ায় আহত তিনজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন