মুন্সীগঞ্জে পাওয়া গেছে কষ্টিপাথরের একটি মূর্তির মাথা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের এনায়েতনগরে অবস্থিত ‘রাজা বল্লাল সেনের দিঘি’তে পাওয়া যায় এটি। এর ওজন ৪ কেজি ৭৮৯ গ্রাম।

স্থানীয় কৃষক মো. রহমতউল্লাহ দেওয়ানের জমিতে পানি নেওয়ার জন্য শ্রমিকরা সেচের পাইপ বসানোর কাজ করছিলেন। এ সময় বল্লাল সেনের দিঘিতে মূর্তির মাথাটি পাওয়া যায়।

পরে সেটি রামপাল ইউনিয়ন পরিষদের সচিব মো. কবির হোসেন শ্রমিকদের কাছ থেকে বুঝে নেন। তিনি সেটি জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারীর কাছে হস্তান্তর করেন।

তৌহিদুল ইসলাম বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি কষ্টিপাথরের মূর্তি কিনা, তা যাচাইয়ের জন্য ঢাকায় পাঠাবেন।