নাটোর বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুরের অভিযোগ পাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত দশটার দিকে উপশহর এলাকায় এই ঘটনা ঘটে। রাতেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এটি করেছে তা তারা খতিয়ে দেখা হচ্ছে। 

এছাড়া একই জায়গায় বিএনপি শনিবার তাদের কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে। অপরদিকে পৌর আওয়ামী লীগ শনিবার একই মাঠে শান্তি সমাবেশের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে মাইকিং করছে। একই মাঠে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

পৌর আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল জানান, তারা উপশহর মাঠে শান্তি সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। বৃহস্পতিবার থেকে তারা এ ব্যাপারে শহরে মাংকিং করে প্রচার করছেন। এছাড়া সমাবেশ সফল করার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা করা হচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করে বলেন, ১ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল উপলক্ষে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে উপশহর মাঠে প্যান্ডেলসহ মঞ্চ নির্মাণ করা হয়েছিল। কিন্ত আওয়ামী লীগের কর্মীরা বৃহস্পতিবার রাতে ১৫-১৬টি মোটরসাইকেল করে এসে মঞ্চ ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, মঞ্চ ভাঙচুরের ঘটনাটি বিএনপির নিজেদের কাজ। বিএনপির তাদের অনুষ্ঠানে লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে এই আশঙ্কা থেকেই নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে এবং এর দায় আওয়ামী লীগের উপর চাপাচ্ছে।