দিনাজপুরে আরিফা বেগম (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ছাড়া জয়পুরহাটের আক্কেলপুরে শামিম হোসেন সাখিদার (৪৭) নামের এক নৈশপ্রহরীর মরদেহ বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনাজপুর শহরের হাউজিং মোড় এলাকা থেকে উদ্ধার হওয়া গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আরিফা ওই এলাকার বেলাল হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তা উদ্ধার করে।

নিহতের বড় বোন দুলফি বেগম অভিযোগ করেন, তাঁর বোনের স্বামী বেলাল হোসেন তাঁর বোনকে হত্যা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ্‌ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা হত্যাকাণ্ড। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক।

আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, নিহত শামিম পৌর এলাকার গুড়কি মহল্লার আব্দুল মালেক সাখিদারের ছেলে। তিনি ওই গ্রামের মেহেদী মাসুদের পুকুরে নৈশপ্রহরীর কাজ করতেন।